পরিবারের একমাত্র উপার্র্জনকারী মোহাম্মদ আবু ইউসুফ (ছদ্মনাম)। ছয় সদস্যের একটি পরিবার। দীর্ঘদিন পোশাক কারখানায় চাকরি করে নতুন বছরে নামমাত্র ৩৫০ টাকা বেড়ে তার বেতন হয়েছিল ১২ হাজার টাকা। যখন মূল্যস্ফীতির বাজারে নিম্নমানের প্রতি কেজি চাল কিনতে হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকায়, তখন এ টাকায় পরিবারের ভরণপোষণের খরচ সামলানো কষ্টসাধ্য বটে।
ভাগ্য পরিবর্তনের আশায় তিনি চাকরি ছেড়ে রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকার ফুটপাতে ভাতের খুপরি হোটেল গড়ে তোলেন। সেখানে প্রতিদিন তিনি স্বল্প দামে অন্তত ৫০ জন মানুষের কাছে ১০০ প্লেট ভাত বিক্রি করেন। তার অধিকাংশ ভোক্তা নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষ। কিন্তু এখানেও বাদ সেধেছে চাঁদা। অজান্তেই তার প্রত্যেক গ্রাহককে প্রতি প্লেট খাবারে ৮ টাকার বেশি চাঁদা দিতে হচ্ছে।
ফুটপাতে হোটেলের জায়গা পেতে আগেই ৬ হাজার টাকা চাঁদা দিতে হয়েছে ইউসুফকে। স্থানভেদে তা ৮-১০ হাজার টাকা। এ ছাড়া প্রতিদিন ৮১১ টাকা চাঁদা দিতে হচ্ছে। এর মধ্যে লাইনম্যান বাবদ ৫০০, ময়লা অপসারণ বিল ৬০, বিদ্যুৎ বিল (দুই বাতি) ৮০, পুলিশকে ১০০, সাপ্তাহিক বিশেষ চাঁদা ১৫০ ও তৃতীয় লিঙ্গদের ৫০ টাকা চাঁদা দিতে হয় ইউসুফকে।
শুধু ইউসুফ নন, ফুটপাতে ভাতের হোটেল যারা চালান তাদের প্রত্যেককে চাঁদা দেওয়ার এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও তারা চাঁদা দিচ্ছেন। আর স্বল্প দামে খেতে আসা লোকজন নিজের অজান্তেই প্রতি প্লেট খাবারে ৮ টাকার বেশি চাঁদা গুনছেন।
জানা গেছে, মতিঝিল এলাকায় অন্তত ৩০০ ভাসমান হোটেল রয়েছে। প্রত্যেক হোটেল থেকে গড়ে ১ হাজার টাকা চাঁদা দেওয়া হলে প্রতিদিন চাঁদার পরিমাণ দাঁড়ায় ৩ লাখ টাকা এবং মাসে প্রায় ৯ কোটি টাকা।
আরামবাগের ভাসমান হোটেল ব্যবসায়ী ইউসুফ গণমাধ্যমকে বলেন, ‘গার্মেন্টসে চাকরি করার সময় মনে হয়েছিল অমানবিক কষ্ট করছি। চাকরি ছেড়ে পরিবারকে আরেকটু ভালো রাখতে কর্জ করে এখানে হোটেল দিয়েছি। এখন দেখছি এখানে যারা চাঁদা নিচ্ছে তারা আরও অমানবিক।
কেননা, আমার দোকান খুললেই প্রতিদিন প্রায় ১ হাজার টাকা চাঁদা দিতে হয়। আমার বিক্রি হোক বা না হোক। চাঁদা আমাকে দিতেই হবে। যাদের কাছে বিচার চাইব তারা নিজেরাই এর সঙ্গে জড়িত। প্রতিদিন তাদের (পুলিশকে) ১০০ টাকা চাঁদা দিতে হয়?’
সরেজমিন ঘুরে দেখা গেছে, পল্টনের প্রতিটি এলাকায় রাস্তার মোড়ে কয়েকটি টুল-টেবিল পেতে ভাতের হোটেল গড়ে উঠেছে। এসবের ৮৫ শতাংশ গ্রাহক নিম্ন আয়ের মানুষ। মূল্যস্ফীতির বাজারে তাদের আয়ের তুলনায় ব্যয় বেশি। এসব দোকানে কম দামে খাবার খেতে আসেন তারা। তবে তারা নিজেদের অজান্তেই প্রতি প্লেট ভাতে ৮ টাকার বেশি চাঁদা দিচ্ছেন।
পল্টন কালভার্ট এলাকায় কথা হয় রিকশাচালক মহিন মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘আয় অনুযায়ী দৈনিক তিনবেলা ভাত এসব হোটেলে খেতে হয়। এখানে যারা দোকান চালান তাদের যে চাঁদা দিতে হয় তা জানতাম। কিন্তু এ চাঁদা যে আমাদের ভাতের প্লেট থেকে আদায় হয় তা জানতাম না।’
অপরাধ বিশ্লেষকরা মনে করেন, ফুটপাতের স্বল্পপুঁজির ব্যবসায়ীদের মাসোহারা দিতে হয় বলে অভিযোগ শোনা যায়। চাঁদার কারণে এসব ব্যবসায়ী ক্ষতির মুখে পড়ছেন। এখানে স্বপ্ন গড়তে আসা বহু ব্যবসায়ী চাঁদার টাকা দিতে না পেরে ব্যবসা ছাড়ছেন। ক্ষোভের সৃষ্টিও হয় তাদের মধ্যে। ফলে এসব লোক অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছেন।
সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হক গণমাধ্যমকে বলেন, ‘মূল্যস্ফীতির চাপে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তাদের অনেকে স্বল্পপুঁজির ব্যবসায় নিজেদের ভাগ্য পরিবর্তন করতে ফুটপাতে নানা ব্যবসায় জড়িয়ে বেঁচে থাকার চেষ্টা করেন। কিন্তু যখনই তাদের চাঁদা গুনতে হয়, তখনই তারা এখানে আসা স্বল্প আয়ের মানুষদের থেকে সে টাকা তোলেন। আর অল্প দামে খেতে আসা মানুষগুলো নিজের অজান্তেই বঞ্চিত হন।’
তিনি বলেন, ‘অভিযোগ শোনা যাচ্ছে, এসব ব্যবসায়ীর কাছ থেকে স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করে তারা চাঁদা তুলছে। প্রশ্ন দাঁড়াচ্ছে, এর প্রতিকার যাদের কাছে চাইবেন তারা কি প্রতিকারের ব্যবস্থা করতে সক্ষম? শোনা যায়, প্রতিকারকারীরা নিজেরাই চাঁদাবাজদের মদদ দেন।’
মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮-তম মৃত্যুবার্ষিকী উদযাপন
৫০ জনের ৪৮ জনই আসেন তদবির নিয়ে: উপদেষ্টা আসিফ
এক যুগ ধরে ৩৭টি ট্রেনের মধ্যে ৩২টি ট্রেন রিপন-লুনা দম্পতির দখলে
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক
বাংলাদেশ গুমবিরোধী আন্তর্জাতিক সনদে সই করল
জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত
দুদকে সারজিস ও হাসনাতের নেতৃত্বে ৪ সদস্যের দল
প্রভাবশালীরা নামে-বেনামে অর্থ আত্মসাৎ করেছেন, তার হিসাব হচ্ছে : ড. ইউনূস
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মাহফুজ আলম
অপ্রয়োজনীয় কোনও প্রকল্প যেন না নেয়া হয়: তথ্য উপদেষ্টা
সাবেক প্রধান বিচারপতিসহ ৭ বিচারপতির বিরুদ্ধে মামলা
৫ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন
বিএসএমএমইউ’র অধ্যাপক সায়েদুর রহমান নতুন উপাচার্য
জাতিসংঘের প্রতিনিধিদের সব ধরনের সহযোগিতা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী
হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে পহেলা সেপ্টেম্বর
সচিবালয়ে ভয়াবহ পরিস্থিতি ছাত্ররা মোকাবিলা করেছে: আইন উপদেষ্টা
কখন নির্বাচন হবে এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত : ড. ইউনূস
পরিকল্পনা উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকার সকল ধর্মীয় সম্প্রদায়ের সুরক্ষায় বদ্ধপরিকর : ধর্ম উপদেষ্টা
পুলিশে কোনো দুর্নীতি মেনে নেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
বৈষম্যবিরোধী আন্দোলন মানুষের মনে আশার সঞ্চার করেছে : পার্বত্য বিষয়ক উপদেষ্টা
ড. ইউনূসের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
দেশের মানুষ যেভাবে এগিয়ে এসেছে আমি অভিভূত : প্রধান উপদেষ্টা
ফেনীতে মোবাইল টাওয়ার সচল রাখতে ডিজেল ফ্রি'র নির্দেশ
ফেনীতে মোবাইল টাওয়ার সচল রাখতে ডিজেল ফ্রি'র নির্দেশ
বন্যা পরিস্থিতি নিয়ে এনজিও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
রোববার থেকে চলবে মেট্রোরেল
ফেনীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান