বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রবিবার(৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সভার সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সাময়িক বহিষ্কৃতরা হচ্ছে- মৃৎশিল্প বিভাগের জাহিদ শেখ ও মো. শাহরিন ইসলাম, ফলিত গণিত বিভাগের মো. আযহা ইসলাম, সংগীত বিভাগের মর্তুজা হাসান খান, ইতিহাস বিভাগের মো. আজিম মাহমুদ তওসিফ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মো. রিয়াদ মাল এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের মো. আব্দুল ওহেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃৎশিল্প বিভাগের সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী জাহিদ শেখ ও মো. শাহরিন ইসলাম শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একজন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে আটক রেখে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এই ঘটনায় ভিকটিম শিক্ষার্থীর পিতা অভিযুক্ত শিক্ষার্থীদের নামে লালবাগ থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে এই সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাময়িক বহিষ্কৃত ফলিত গণিত বিভাগের মো, আযহা ইসলাম, সংগীত বিভাগের মর্তুজা হাসান খান, ইতিহাস বিভাগের মো. আজিম মাহমুদ তওসিফ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মো. রিয়াদ মাল সোহরাওয়ার্দী উদ্যানস্থ শিখা চিরন্তনে ঘুরতে আসা দুজন দর্শনার্থীর গতিরোধ করে এলোপাথাড়ি মারধর করে ৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভিকটিম শাহবাগ থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত এই চার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজের জন্য এক শিক্ষার্থীকে বহিষ্কারের ব্যাখায় বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী অভিযোগে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের মো. আব্দুল ওহেদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সাময়িক বহিষ্কারের চিঠি সংশ্লিষ্ট থানা, শিক্ষার্থীর স্থানীয় অভিভাবক এবং স্থায়ী ঠিকানায় প্রেরণ করা হবে। বহিষ্কৃত এই ৭ শিক্ষার্থী বহিষ্কারাদেশ চলাকালীন বিশ্ববিদ্যালয় হলে অবস্থান করতে পারবে না। তাদের কৃত অপরাধের জন্য 'ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না' মর্মে কারণ দর্শানো এবং ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব প্রদানের জন্য বলা হয়েছে।
সিন্ডিকেট সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।
নবীন নিউজ/পি
টিএসসিতে ত্রাণ কার্যক্রমে ভিন্নতা
মাধ্যমিকে শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়ে রিট
কেমব্রিজ পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করল গ্লেনরিচ
শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না: শিক্ষা উপদেষ্টা
টিএসসি এখন ত্রাণের নগরী তৃতীয় দিনেও চলছে ত্রাণ সংগ্রহ
৪০ দিনের মধ্যেই এইচএসসির ফল প্রকাশিত হবে
পদত্যাগ করলেন মাউশির ডিজি নেহাল আহমেদ
এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক : সারজিস
স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা
এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে হাজারো শিক্ষার্থী
২ সপ্তাহ পেছাবে এইচএসসি পরীক্ষা
তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষকে অবাঞ্চিত করে নতুন অধ্যক্ষ নির্বাচন
৪০টি বিশ্ববিদ্যালয় উপাচার্যশূন্য
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার
ধানমন্ডি অভিমুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা
শুরু হলো প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস
বুধবার খুলছে সব প্রাথমিক বিদ্যালয়
প্রাইমারি স্কুল এখনই খুলছে না
চবি প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্টের পদত্যাগ
যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে
অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্ধ থাকছে প্রাথমিক বিদ্যালয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ‘হ্যাশট্যাগ’
আন্দোলনে ঢাবি হলের ৩০০ কক্ষ ভাঙচুর হয়েছে: ঢাবি উপাচার্য
ইমার্জেন্সি হেলথ ফোর্স' গঠনের উদ্যোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
এইচএসসির আরও ৪ পরীক্ষা স্থগিত
আজ দেশব্যাপী গণসংযোগ করবে : কোটাবিরোধীরা
আলোচনায় বসে শান্তিপূর্ণ সমাধানে এগোতে চায় সরকার : তথ্য প্রতিমন্ত্রী
সাভারে মিলিটারি ইনস্টিটিউটের শিক্ষার্থী নিহত
রাজধানীতে সংঘর্ষে ইমপেরিয়াল কলেজের শিক্ষার্থী নিহত