ঢাকা-সিলেট মহাসড়ক ধরে মেঘনা নদীর উপর সৈয়দ নজরুল ইসলাম সেতু পার হলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমানায় আশুগঞ্জ উপজেলা। উপজেলার গোলচত্বরে ১১তলা বিশিষ্ট আধুনিক আর জে টাওয়ার নামে একটি বহুতল ভবনের অবস্থান। ভবনেজুড়ে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের আশুগঞ্জ শাখা। তবে একই ভবনের নিচতলায় রয়েছে ‘মদের বার’।
সরেজমিনে দেখা যায়, আর জে টাওয়ারের মূল ফটকের সামনে আর জে টাওয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট লেখা বিশাল সাইনবোর্ড। আর ১১তলা ওই ভবনের পুরোটাজুড়ে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজেরে সাইনবোর্ড, বিলবোর্ড আর ফেস্টুন। বাইরে থেকেই দেখা যাচ্ছিলো লিফটে করে শিক্ষার্থীরা উঠা-নামা করছে।
মূল ফটক হয়ে ভেতরে প্রবেশ করতেই বাম পাশে বহুতল এ ভবনের বিশাল দরজা। দরজার ভেতরে রয়েছে মদের বার। ভেতরে প্রবেশ করতেই এক নিরাপত্তারক্ষী জানালেন- ‘একটু অপেক্ষা করতে হবে। সবাই দুপুরের খাবার খেতে গেছেন। বসে খেতে বিকেল নাগাদ অপেক্ষা করতে হবে আর পার্সেল এখনই নেওয়া যাবে।’
একই ভবনে মদের বার আর স্কুল থাকার বিষয়টি নিশ্চিত হয়ে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়। অনেকে জানালেন, পানশালা এখান থেকে সরে গেছে বলেই তারা জানতেন। কিন্তু এখনো আছে জেনে অবাক হয়েছেন। কেউ কেউ বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ আশ্বস্ত করেছিলেন এটি দ্রুত সরে যাবে। কিন্তু এখনো সরে না যাওয়ায় হতাশ।’
জানা গেছে, আর জে টাওয়ার মূলত আমোদ-প্রমোদের একটি ভবন হিসেবেই পরিচিত ছিলো। এটির নীচতলায় আর জে টাওয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট নামে মদের বার এবং বাকি তলায় আবাসিক হোটেল ছিলো। সম্প্রতি ক্যামব্রিয়ান অ্যাডুকেশন গ্রুপ ওই টাওয়ারটি কিনে নেয়। চলতি বছর এখানে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ তাদের শিক্ষা কার্যক্রম শুরু করে। তবে এখন পর্যন্ত মদের বারটি সরে না যাওয়ায় অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি রয়েছে।
স্কুলে সন্তানকে নিতে আসা মো. মাসুদ নামে এক অভিভাবক গণমাধ্যমে বলেন, ‘স্কুলের সঙ্গে মদের বার থাকা অবশ্যই ঠিক নয়। এখনো যদি বার চালু থাকে তাহলে অবশ্যই এটা সরিয়ে দেওয়া উচিত।’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক অভিযোগ করেন, ‘এ টাওয়ারে এখনো মদের বার রয়েছে, যা কোমলমতি শিশুদের উপর ব্যাপক প্রভাব পড়বে। পৃথিবীর কোথাও একই ভবনে স্কুল আর মদের বার থাকার নজির আছে বলে জানা নেই।’
আর জে টাওয়ার হোটেল অ্যান্ড রিসোর্টের সহকারী ব্যবস্থাপক মো. শিহাবের কাছ থেকে এই বিষয় তিনি বলেন, ‘বারে বিকেল ৪টার পর থেকে মদ বিক্রি হয়। এসময় স্কুলের কোনো কার্যক্রম থাকে না। এখান থেকে বারটি সরিয়ে নিতে আবেদন করাসহ কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এখান থেকে বারটি শিগগিরই সরিয়ে নেওয়া হবে। তবে এখনো সেই প্রক্রিয়া আমরা শুরু করিনি।’
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের আশুগঞ্জ শাখার অধ্যক্ষ মোস্তফা ফারুক আহমেদ বলেন, ‘বিষয়টি (মদের বার থাকা) আমাদের জন্য পেইনফুল। আমরাও চাই এটি এখান থেকে দ্রুত সরিয়ে নেওয়া হোক। একটি স্কুলের ভবনেই মদের বার থাকা একদমই যায় না। তবে এই ভববনের আগের মালিক জানিয়েছেন তিনি এটা সরাতে বলে দিয়েছেন।’
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক গণমাধ্যমকে বলেন, ‘মদের বারের মালিকের সঙ্গে কথা হয়েছে। তিনি বারটি সরিয়ে নিতে একমাস সময় চেয়েছেন। যদি একমাসের মধ্যে সরিয়ে না নেয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’
এনামুল হকের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ
ট্রাইব্যুনালে ২৯ সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ
পিপি পদে যোগদানে এহসানুল হক সমাজীর অপারগতা
৬৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সাবেক প্রধান বিচারপতি খায়রুলের বিরুদ্ধে মামলা
৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে লুণ্ঠিত অস্ত্র
মেনন হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে
৪ হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা
মোবাইল ফোনের সফটওয়্যারে ঢুকে নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়: জিয়াউল আহসান
আ.লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ গ্রেপ্তার
রাষ্ট্রপতি কতজনের দণ্ড মাফ করেছেন, তালিকা প্রকাশে লিগ্যাল নোটিশ
ভারতে পালানোর সময় আটক সাবেক বিচারপতি মানিক
৫ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন
পলকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার আবেদন
বিমানবন্দরে সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আটক
সাবেক প্রতিমন্ত্রী তাজুল ও আ.লীগ নেতা আহমদ হোসেন গ্রেপ্তার
দীপু মনি ৪ ও জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
শেখ হাসিনা-ইনু-মেননসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের
আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট
পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
রাজশাহীর ডিআইজি আনিসসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
আবু সাঈদ হত্যা, শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের সাবেক এমপি এমএ লতিফ ৩ দিনের রিমান্ডে
সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র আটক
৮ দিনের রিমান্ডে বরখাস্ত মেজর জিয়াউল
১০ দিনের রিমান্ডে টুকু, পলক ও সৈকত
সব থানার কার্যক্রম শুরু
শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ইমন হত্যা মামলা
আসাদুজ্জামানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অনুসন্ধানে দুদক
এবার গ্রেফতার হলো পলক ও টুকু