২০২৩সালের শেষের দিকে অনেকটা গোপনে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পা রাখেন নব্বইয়ের দাপুটে নায়িকা শাবনূর। সেসময় জানা যায়, দেশে ফিরেই নতুন সিনেমার রিহার্সালে অংশ নিয়েছেন তিনি। এরপর প্রকাশ্যে আসে শাবনূরের আরও একটি নতুন সিনেমার খবর।
তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’তেও অভিনয় করবেন তিনি। তাকে নিয়ে গেল ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এর মহরত। সেখানে একই নির্মাতার নতুন আরও একটি সিনেমায় অভিনয় করার কথা জানান শাবনূর।
সেসময় জানানো হয়, সিনেমা দুটির শুটিংয়ের প্রস্তুতি চলছে। শুধু এই সিনেমাগুলোই নয়, নতুন আরও কিছু কাজ করবেন তিনি।
তবে এর মধ্যেই খবর এসেছে- অনেকটা গোপনেই দেশ ছেড়েছেন শাবনূর। ফিরে গেছেন অস্ট্রেলিয়ায়। আর সেটি হয়েছে ‘রঙ্গনা’র মহরতের পরপরই।
একমাত্র সন্তান আইজানকে নিয়ে থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। মা, ভাইবোনসহ পরিবারের অন্য সদস্যরাও সেখানে থাকেন। তবে মাঝেমধ্যে ঢাকায় আসতেন, কাজ শেষ করে আবার চলে যেতেন। এই সময়ে পারিবারিক কাজ আর চলচ্চিত্র-সম্পর্কিত একাধিক আড্ডায় দেখা মিলত তাঁর। কিন্তু এবার তিন বছর পর ঢাকায় এসে রীতিমতো হইচই ফেলে দেন। যে শাবনূরকে দীর্ঘদিন নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি, তিনি তিন-তিনটি নতুন চলচ্চিত্রের খবর দিয়ে বেশ আলোচনায় আসেন।
একসময় চলচ্চিত্রের পর্দায় যে শাবনূরকে দেখা যেত, তিনি আর নেই। শাবনূরের ওজন বেড়ে যায়। নতুন যেসব ছবিতে অভিনয় করতে যাচ্ছেন, চরিত্রের কারণে তাঁকে ওজন কমাতে হবে। পরিচালকেরা জানিয়েছেন, এই শাবনূরকে ঝরাতে হবে অনেক মেদ। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, কমপক্ষে ১৫ কেজি ওজন কমাতে পারলেই চলচ্চিত্রগুলোর চরিত্রের উপযোগী হয়ে উঠবেন তিনি।
পরিচালকদের মতে, অভিনয়ে তো শাবনূরের কোনো তুলনা নেই, শুধু ফিটনেসটা ফিরে পেলেই আর কোনো কথা নেই। আর আন্তরিকভাবে শাবনূর চাইলে এই ফিটনেস ফিরে পাওয়া সম্ভব।
ঢাকায় নামার কয়েক দিন পরই শোনা গিয়েছিল, শাবনূর ওজন কমানোর মিশনে নেমেছেন। দেখা করেছেন পুষ্টিবিদের সঙ্গেও। জিমও শুরু করেছিলেন। কিন্তু এর মধ্যে আবার অনিয়মিত হয়ে পড়েন। তিন মাসের বেশি সময় ঢাকায় থাকা শাবনূরকে চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলে আক্ষরিক অর্থে তাঁর শারীরিক ফিটনেসে কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি। দেশে আসার সময় যেমনটা ছিলেন, গত ১১ ফেব্রুয়ারি যাওয়ার সময়ও তাঁর শারীরিক গঠন তেমনই ছিল।
এদিকে শাবনূরের ঘনিষ্ঠ একজন বলেন, শাবনূরের অস্ট্রেলিয়া যাওয়ার কারণ, নিজেকে ফিট করা। ওজন কমিয়ে ফিট হয়ে তবেই ফিরবেন। ফিরেই তারপর শুটিং শুরু করবেন। সিডনি যাওয়ার আগে শাবনূর বলেছিলেন, ‘অনেক দিন ঢাকায় আসার কারণে সিডনির কিছু কাজ জমে যায়। সেগুলো সেরে নিতেই যাওয়া। আইজানের স্কুলের ব্যাপারও আছে। যেহেতু শুটিং শুরু করব, তাই আমার ওখানকার ডায়েটিশিয়ান, ফিটনেস ইনস্ট্রাক্টরের সঙ্গে কথা বলে, ওজন কমানোর মিশনে নামতে হবে।’
তবে এবার নায়িকার অস্ট্রেলিয়া সফর বেশি দিনের নয়। আর ফিরেই অংশ নেবেন সিনেমার শুটিংয়ে। তবে কবে ফিরবেন, সে তথ্য কারও জানা নেই।
সার্ক-কালচারাল সোসাইটি (ভারত) উদ্যোগে বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪
ধর্ম পরিবর্তন করে সালমানের সঙ্গে গোপন বিয়ে, মুখ খুললেন ঐশ্বরিয়া
ধর্ম পরিবর্তন করে সালমানের সঙ্গে গোপন বিয়ে, মুখ খুললেন ঐশ্বরিয়া
সিনে মিডিয়া ব্যানারে শীঘ্রই আসছে "মধ্যবিত্ত" সিনেমা
খালেদা জিয়াকে নিয়ে ‘মাদার অব ডেমোক্রেসি’সিনেমা নির্মাণের ঘোষণা
শেখ হাসিনার চরিত্রে অভিনয় থেকে সরে গেলেন অপু বিশ্বাস
অভিষেক-আরাধ্যকে ছেড়ে নিউ ইয়র্কে গেলেন ঐশ্বরিয়া
বনানীতে চিরনিদ্রায় শায়িত সংগীতশিল্পী জুয়েল
কারিনাপুত্রর দেখাশোনা করেন অনন্ত আম্বানির ন্যানিই
কবরী অভিনীত শেষ সিনেমা মুক্তি পাচ্ছে
চলে গেলেন সংগীতশিল্পী শাফিন আহমেদ
চলে গেলেন অভিনেত্রী ও আবৃত্তিশিল্পী ক্যামেলিয়া মোস্তফা
আম্বানিপুত্রের বিয়ের অতিথিদের যাতায়াতে ১০০ বিমান
এবার এআই’ বিশ্ব সুন্দরী হলো লাইলি
ঢাকায় আসেছেন রাহাত ফাতেহ আলী
তাহসানের পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার খবরটি গুজব
চলচ্চিত্র সংশ্লিষ্টদের শক্ত অবস্থান নিতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
জয়ার জন্মদিনে নতুন সিনেমা জঞ্জাল
গানের জন্য বয়স কোন বাধা নয়
মারা গেলেন ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার মেকআপ আর্টিস্ট
বাগদানের পর ভেঙে গেল অভিনেত্রীর বিয়ে
সোনাক্ষী-জাহিরের বিয়েতে লাল রঙের পোশাকে নিষেধাজ্ঞা!
দুই বাংলার ৭ নায়িকার ঈদ
বিয়ে করলেন ঐশ্বরিয়া
আবারও নচিকেতার সঙ্গে গাইলেন আসিফ আলতাফ
এবার ঈদে দুই পর্দাতেই বুবলীর লড়াই
কলকাতায় মারা গেছেন অভিনেত্রী সুনেত্রা
রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
তৌসিফ-নীহাকে নিয়ে সৌখিনের ঈদ চমক
ঈদ ফটোশুটে পঞ্চকন্যা