দুবাই শহরটি সারা বিশ্বের পর্যটকদের কাছেই জনপ্রিয়। বর্তমানে দুবাই ভ্রমণে যাওয়া খুবই সহজ। আর এই কারণে অভিজাত এই শহরে গেলে অনেকেই সোনা ও গহনা কিনে নিয়ে আসতে চান। কিন্তু মানুষ কেন দুবাই থেকে সোনা, গহনা কিনে অন্য দেশে বিক্রি করে? আর এর পেছনে কারণই বা কি?
এক প্রতিবেদন থেকে জানা যায়, ক্রেতারা ক্রমবর্ধমানভাবে দুবাইতে সোনা ও মূল্যবান ধাতুর গহনা কিনছেন এবং মূল্যবান এসব জিনিস অন্যান্য দেশে বিক্রি করছেন - বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। শিল্পের নির্বাহীরা বলছেন, দুবাইতে বিক্রি হওয়া স্বর্ণ ও গহনার গুণমানের প্রতি আস্থা রাখার কারণে ক্রেতা ও ভোক্তারা এটি করে থাকেন। এছাড়া বিশ্বের অন্যান্য অঞ্চলের মধ্যে দামের পার্থক্য থেকে ক্রেতারাও উপকৃত হয়ে থাকেন।
বিশ্বের কিছু দেশ একটি নির্দিষ্ট পরিমাণের ওপরে স্বর্ণ এবং গহনা ক্রয়ের ওপর কর আরোপ করে থাকে। তবে দুবাইতে স্বর্ণের গহনা কেনার ওপর কোনও কর নেই। যদি যাত্রীরা স্বর্ণ এবং গহনা বহন করার অনুমোদিত সীমা অতিক্রম করেন, তাহলেই কেবল কর্তৃপক্ষ সেগুলো বাজেয়াপ্ত করতে পারে। আবার এমন ক্ষেত্রে যাত্রীদের প্রতিটি দেশের নীতির ওপর নির্ভর করে শুল্ক দিতেও বলা হয়ে থাকে।
মূলত দক্ষিণ এশীয় দেশগুলোর বাসিন্দা এবং দর্শনার্থীরাই দুবাইতে সোনার গহনার সবচেয়ে বড় ক্রেতা। এক সংবাদ প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ বা বের হয়ে যাওয়ার সময় দেশটির বাসিন্দা এবং দর্শনার্থীদের যারা ৬০ হাজার দিরহামের বেশি মূল্যের নগদ অর্থ, স্বর্ণ, গহনা, হীরা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র সাথে রাখেন, তাদের সেটি প্রকাশ করতে হবে।
মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আন্তর্জাতিক অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক শামলাল আহমেদ বলেছেন, ‘আমরা লক্ষ্য করেছি, গ্রাহকরা দুবাইতে স্বর্ণের গহনা কিনছেন এবং অন্যান্য দেশে বিশেষ করে ভারতে গিয়ে বিক্রি করছেন। মূলত এই ধরনের কাজ প্রাথমিকভাবে মানের পার্থক্যের পরিবর্তে স্বর্ণের দামের পার্থক্যের কারণে হয়ে থাকে।’
তিনি আরও বলেছেন, ‘দুবাইয়ের তুলনায় ভারতের মতো এশিয়ান দেশগুলোতে সোনার দাম প্রায় ১২-১৫ শতাংশ বেশি। তাই যারা এই ধরনের ক্রস-কান্ট্রি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত, তাদের জন্য এই ধরনের কর্মকাণ্ড উল্লেখযোগ্য আর্থিক লাভ নিশ্চিত করে।’
দুবাইতে চব্বিশ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম ২৪৬.৫ দিরহাম, একইদিনে ভারতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ৬ হাজার ৩২৩ রুপি বা ২৮০ দিরহাম। গত মাসে ভারত গহনা তৈরিতে ব্যবহৃত সোনা এবং রৌপ্যের আমদানি শুল্ক ১১ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছে, যাতে এগুলো সোনা এবং রৌপ্য বারগুলোর শুল্কের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।
দুবাই জুয়েলারি গ্রুপের চেয়ারম্যান তাওহিদ আবদুল্লাহ বলেছেন, ‘দুবাইয়ের গহনা তার সর্বোচ্চ মানের বেঞ্চমার্ক এবং সেরা দামের জন্য পরিচিত। আর দুবাইয়ের জুয়েলার্স ব্যবসার পরিমাণের ওপর ফোকাস করে থাকে। বেশিরভাগ জুয়েলার্সের জন্য প্রতি গ্রাম মেকিং চার্জ স্থির করা থাকে এবং সেটি ভারতের মতো বাজারের তুলনায় অনেক কম। কারণ ভারতে মেকিং চার্জ সোনার দামের শতাংশে গণনা করা হয়। সোনার হারের ওঠানামা দুবাইতে গহনা তৈরির চার্জকে প্রভাবিত করে না।’
জয়লুক্কাস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জন পল আলুক্কাস বলেছেন, দুবাইয়ে স্বর্ণ ও গহনার বাজারে কঠোর মান নিশ্চিত করা এবং পণ্যের বিশ্বাসযোগ্যতাই বৈশ্বিক ক্রেতাদের এখান থেকে স্বর্ণ ও গহনা কিনতে আকৃষ্ট করে থাকে।
তিনি আরও বলেন, ভারতে শুল্ক বৃদ্ধির ফলে দেশটিতে গহনার দাম আরও বেড়েছে। তার ভাষায়, ‘দুবাই বিমানবন্দরে পর্যটকরা ভ্যাট ফেরত পেতে পারেন যা একটি বাড়তি সুবিধা। মোটকথা, দুবাই এখনও যেকোনও ধরনের গহনা কেনার জন্য সবচেয়ে সাশ্রয়ী জায়গা।’
সার্ক কালচারাল সোসাইটি(ভারত) এর সেক্রেটারি অনিন্দ চক্রবর্তী অনারারী ডক্টরেট ডিগ্রি লাভ
আবারও জম্মু-কাশ্মীরে তুমুল বন্দুকযুদ্ধ, সেনাসহ নিহত ৪
মালদ্বীপে বিরোধীদের ‘আর্থিক অভ্যুত্থানের’ চেষ্টা
সাংবাদিক আইনজীবীসহ ৯২ মার্কিন নাগরিককে রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা
বন্ধু ও ভাই বাংলাদেশের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি: এরদোয়ান
মমতার পদত্যাগের দাবিতে পশ্চিমবঙ্গে রণক্ষেত্র
বাইডেন-মোদির আলাপে বাংলাদেশ প্রসঙ্গ
আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব: কমলা
বিশ্বে ২০৩০ সালের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ বাড়বে ৪০ শতাংশ
ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট
বাংলাদেশে হত্যা ও অধিকার লঙ্ঘনে জড়িতদের বিচার চায় জাতিসংঘ
অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জাতিসংঘের
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে
ড. ইউনূসকে অভিনন্দন জানালেন ইউএনডিপি
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান
ভারতে এবার নৃশংসতার শিকার নার্স
সুইডেনেও শনাক্ত হলো এমপক্স ভাইরাস
বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে আশা মোদির
ইসরাইলকে আরও ২০ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র
হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই: হোয়াইট হাউজ
ট্রাম্প ও কমলা মুখোমুখি হবেন ১০ সেপ্টেম্বর
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন
বাংলাদেশ নিয়ে সর্বদলীয় বৈঠক ভারত সরকারের
আজই ইসরাইলে হামলা চালাতে পারে ইরান
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডেবি’
হানিয়ার শেষ কথা : একজন নেতা মারা গেলে, আরেকজনের জন্ম হয়
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান পদচ্যুত
৫০ হাজার বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন আমিরাতে
মার্কিন সাংবাদিক গার্শকোভিচসহ ২৬ জনের মুক্তি
ট্রাম্পকে বিতর্কের চ্যালেঞ্জ কামালার