কেবি ২১ আগষ্ট ২০২৪ ০৯:৫৫ এ.এম
এনএস ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে মঙ্গলবার (২০ আগস্ট) রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস বলেন, যারা এইচএসসি পরীক্ষা বাতিল চেয়েছে, তারা মেধার মূল্যায়ন করে না। পরীক্ষা নেয়া উচিত ছিল। এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক।
সারজিস বলেন, পরীক্ষা বাতিল করার বিষয়কে আমরা কখনোই সমর্থন করি না। কারণ পরীক্ষা ছাড়া একটা শিক্ষার্থীকে কখনোই মূল্যায়ন করার সুযোগ নেই। যারা প্রকৃত মেধাবী, যারা সারা বছর ধরে পড়াশোনা করেছে, এই পরীক্ষা ছাড়া মূল্যায়নের মধ্য দিয়ে তাদের নিরুৎসাহিত করা হলো।
তিনি বলেন, বিভিন্ন স্থানে অনেক সংগঠন প্রথম দিনই লংমার্চ কর্মসূচি দিয়েছে। এটি যৌক্তিক নয়। তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। তারা পরবর্তীতে প্রশ্নবিদ্ধ কোনো কর্মসূচি দিয়ে অপ্রত্যাশিত কোনো অবস্থায় পড়লে আমরা সহযোগিতা করব না।
সফল আন্দোলনে সরকার পতনের পর অযৌক্তিক দাবিতে রাস্তায় নেমে যদি আপনারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চান, তাহলে আমরা ধরে নেব আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছেন।
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এসময় বলেন, ‘এইচএসসি পরীক্ষার্থীরা সচিবালয়ে শিক্ষা সচিব মহোদয় থেকে শুরু করে আমাদের সবাইকে অবরুদ্ধ করে এক ধরনের বিচ্ছিন্ন অবস্থা তৈরি করে। সেজন্য সচিব মহোদয় শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন। কিন্তু এমন কাজ কখনোই কাম্য না।’
বিভিন্ন দাবিতে আপনারা যে এখন আন্দোলন করছেন, দেখুন ১৬ বছরের একটি ডিফল্ট সিস্টেমকে স্বাভাবিকীকরণের জন্য সরকারকে একটি সময় দিতে হবে।’
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ৩০ জুন। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়লে ১৮ জুলাই থেকে পরীক্ষাগুলো স্থগিত হয়ে যায়। সেই স্থগিত পরীক্ষাগুলো ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, সেজন্য নতুন সূচিও প্রকাশ করেছিল কর্তৃপক্ষ; কিন্তু এর মধ্যে পরীক্ষা না দিতে আন্দোলনে নামে শিক্ষার্থীদের একাংশ।
এর অংশ হিসেবে মঙ্গলবার কয়েকশ শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে। দাবি করে, যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক।
মন্ত্রণালয়ের কর্মকর্তরা শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসলেও এক পর্যায়ে আন্দোলনকারীরা সিঁড়ি বেয়ে সচিবালয়ের ১৮ তলায় শিক্ষা মন্ত্রণালয়ের উঠে অবস্থান নেন।
এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দেয়া হয়। বলা হয়, ফলাফল কীভাবে দেয়া হবে সে সিদ্ধান্ত পরে জানানো হবে।
টিএসসিতে ত্রাণ কার্যক্রমে ভিন্নতা
মাধ্যমিকে শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়ে রিট
কেমব্রিজ পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করল গ্লেনরিচ
শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না: শিক্ষা উপদেষ্টা
টিএসসি এখন ত্রাণের নগরী তৃতীয় দিনেও চলছে ত্রাণ সংগ্রহ
৪০ দিনের মধ্যেই এইচএসসির ফল প্রকাশিত হবে
পদত্যাগ করলেন মাউশির ডিজি নেহাল আহমেদ
এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক : সারজিস
স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা
এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে হাজারো শিক্ষার্থী
২ সপ্তাহ পেছাবে এইচএসসি পরীক্ষা
তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষকে অবাঞ্চিত করে নতুন অধ্যক্ষ নির্বাচন
৪০টি বিশ্ববিদ্যালয় উপাচার্যশূন্য
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার
ধানমন্ডি অভিমুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা
শুরু হলো প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস
বুধবার খুলছে সব প্রাথমিক বিদ্যালয়
প্রাইমারি স্কুল এখনই খুলছে না
চবি প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্টের পদত্যাগ
যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে
অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্ধ থাকছে প্রাথমিক বিদ্যালয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ‘হ্যাশট্যাগ’
আন্দোলনে ঢাবি হলের ৩০০ কক্ষ ভাঙচুর হয়েছে: ঢাবি উপাচার্য
ইমার্জেন্সি হেলথ ফোর্স' গঠনের উদ্যোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
এইচএসসির আরও ৪ পরীক্ষা স্থগিত
আজ দেশব্যাপী গণসংযোগ করবে : কোটাবিরোধীরা
আলোচনায় বসে শান্তিপূর্ণ সমাধানে এগোতে চায় সরকার : তথ্য প্রতিমন্ত্রী
সাভারে মিলিটারি ইনস্টিটিউটের শিক্ষার্থী নিহত
রাজধানীতে সংঘর্ষে ইমপেরিয়াল কলেজের শিক্ষার্থী নিহত