কেবি ০২ জুলাই ২০২৪ ১০:১৮ এ.এম
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা বদলে তিনটি নতুন ফৌজদারি আইন আগেই পাশ হয়েছিল। দেশটিতে সোমবার (১ জুলাই) থেকে তা চালু হয়েছে । অবশ্য চালু করার আগে এই আইনগুলো নিয়ে আরো বেশি আলোচনা-পর্যালোচনার প্রয়োজন ছিল বলে জানিয়েছেন বিরোধীরা। (খবর ডয়চে ভেলে ও ইন্ডিয়া টুডে)।
নতুন যে তিনটি আইন চালু হলো সেগুলো হলো- ভারতীয় নয়া সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এর আগে এই ধারাগুলো ছিল ব্রিটিশদের তৈরি তিনটি আইনে। ইন্ডিয়ান পেনাল কোড (আইপিসি), কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এবং দ্য ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। ব্রিটিশ আমলের এই তিনটি আইন বাতিল করে নতুন এই তিনটি আইন চালু করা হলো।
এই তিনটি নতুন ফৌজদারি আইনকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই আইন নিয়ে বলেছেন, এর ফলে ভারতে ফৌজদারি বিচারের গতি আগের চেয়ে অনেকটাই দ্রুত হবে।
নতুন আইনগুলো পুরোনো আইনের থেকেই তৈরি করা। কিন্তু তাতে বেশ কিছু বদল আনা হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, প্রথম শুনানির ৬০ দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করতে হবে। বিচারপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার ৪৫ দিনের মধ্যে সাজা ঘোষণা করতে হবে। অর্থাৎ, বিচারপ্রক্রিয়া আগের চেয়ে অনেক দ্রুত হবে বলেই মনে করা হচ্ছে নতুন আইনে।
নতুন আইনে বলা হয়েছে, যে কোনো গুরুত্বপূর্ণ ফৌজদারি অপরাধের ক্ষেত্রে ক্রাইম সিন বা অপরাধ যেখানে সংঘটিত হয়েছে সেই জায়গার ভিডিওগ্রাফি করতে হবে। বস্তুত, ক্রাইম সিনের ভিডিওগ্রাফি এখনো হয়। কিন্তু তা বাধ্যতামূলক নয়। নতুন আইনে তা বাধ্যতামূলক করা হয়েছে।
সাত বছরের বেশি সাজা হতে পারে যে অপরাধে, তেমন ঘটনায় ফরেনসিক দলকে ক্রাইম সিনে যেতেই হবে। গণপ্রহার, গণধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মতো অপরাধের ক্ষেত্রেও ফরেনসিক টিমকে ঘটনাস্থলে যেতে হবে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এর ফলে ফরেনসিক বিশেষজ্ঞের প্রয়োজন আরো বাড়বে । ফরেনসিক বিশেষজ্ঞ তৈরি হয় জাতীয় ফরেনসিক বিশ্ববিদ্যালয়ে। এই মুহূর্তে ভারতে ৯টি রাজ্যে এই বিশ্ববিদ্যালয় আছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ১৬টি রাজ্যে এই বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নতুন আইনকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এটি একটি অভূতপূর্ব সময়। ভারতে দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি কাজে লাগে ফৌজদারি আইন। সেই আইনের ঐতিহাসিক সংস্কার হলো।
কংগ্রেসসহ বিরোধী দলগুলোর বক্তব্য, নতুন আইন খুব দ্রুত চালু করা হচ্ছে। এই আইনগুলো নিয়ে আরো বেশি আলোচনা হওয়ার প্রয়োজন ছিল। এর সাংবিধানিক ব্যাখ্যা নিয়েও আলোচনা করা দরকার ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও একই কথা বলেছেন। তার বক্তব্য, ‘এই আইনগুলো নিয়ে আরো বেশি পর্যালোচনার প্রয়োজন ছিল।’
দিল্লিতে ইতিমধ্যে নতুন এই আইনের অধীনে একটি মামলাও নথিভুক্ত হয়েছে। এ মামলা দিল্লির কমলা মার্কেট থানায় নথিভুক্ত হয়। রাস্তা আটকে ব্যবসা করার অভিযোগে এক জন হকারের বিরুদ্ধে এ মামলা হয়।
সার্ক কালচারাল সোসাইটি(ভারত) এর সেক্রেটারি অনিন্দ চক্রবর্তী অনারারী ডক্টরেট ডিগ্রি লাভ
আবারও জম্মু-কাশ্মীরে তুমুল বন্দুকযুদ্ধ, সেনাসহ নিহত ৪
মালদ্বীপে বিরোধীদের ‘আর্থিক অভ্যুত্থানের’ চেষ্টা
সাংবাদিক আইনজীবীসহ ৯২ মার্কিন নাগরিককে রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা
বন্ধু ও ভাই বাংলাদেশের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি: এরদোয়ান
মমতার পদত্যাগের দাবিতে পশ্চিমবঙ্গে রণক্ষেত্র
বাইডেন-মোদির আলাপে বাংলাদেশ প্রসঙ্গ
আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব: কমলা
বিশ্বে ২০৩০ সালের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ বাড়বে ৪০ শতাংশ
ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট
বাংলাদেশে হত্যা ও অধিকার লঙ্ঘনে জড়িতদের বিচার চায় জাতিসংঘ
অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জাতিসংঘের
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে
ড. ইউনূসকে অভিনন্দন জানালেন ইউএনডিপি
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান
ভারতে এবার নৃশংসতার শিকার নার্স
সুইডেনেও শনাক্ত হলো এমপক্স ভাইরাস
বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে আশা মোদির
ইসরাইলকে আরও ২০ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র
হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই: হোয়াইট হাউজ
ট্রাম্প ও কমলা মুখোমুখি হবেন ১০ সেপ্টেম্বর
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন
বাংলাদেশ নিয়ে সর্বদলীয় বৈঠক ভারত সরকারের
আজই ইসরাইলে হামলা চালাতে পারে ইরান
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডেবি’
হানিয়ার শেষ কথা : একজন নেতা মারা গেলে, আরেকজনের জন্ম হয়
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান পদচ্যুত
৫০ হাজার বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন আমিরাতে
মার্কিন সাংবাদিক গার্শকোভিচসহ ২৬ জনের মুক্তি
ট্রাম্পকে বিতর্কের চ্যালেঞ্জ কামালার