কেবি ৩০ জুন ২০২৪ ১১:০১ এ.এম
এনএস ডেস্ক : সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানকে আইনের আওতায় আনার ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন (দুদক) আর সময় নেবে না। সংস্থাটি এরই মধ্যে দু’জনের নামে বিপুল সম্পদের তথ্যপ্রমাণ পেয়েছে। এর ভিত্তিতে এ সপ্তাহের মধ্যেই তাদের বিরুদ্ধে মামলা হবে। তাদের পরিবারের অভিযুক্ত সদস্যদেরও মামলায় আসামি করা হবে। দুদকের একটি নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।
একইভাবে এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যের স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য রয়েছে দুদকের হাতে; যা তাঁর বৈধ আয়ের চেয়ে অস্বাভাবিক। দুদকের অনুসন্ধানে দেখা গেছে, চাকরিজীবনে তিনি বৈধ অর্থ উপার্জন করেছেন গাণিতিক হারে, আর অবৈধ সম্পদ কামিয়েছেন জ্যামিতিক হারে।
বেনজীর ও মতিউর ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে এবং সেগুলো ভোগদখলে রেখে দুদক আইনে শান্তিযোগ্য অপরাধ করেছেন। তারা অবৈধ কার্যক্রমের মাধ্যমে উপার্জিত অপরাধলব্ধ অর্থ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনেও শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ওই সব ধারায় তাদের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা হবে।
দুদক সূত্র জানায়, এরই মধ্যে তিন দফায় বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যের বিপুল স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। ওই সব সম্পদ তাঁর বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। এজন্য তাদের অর্থসম্পদকে অপরাধলব্ধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গত ২৩ ও ২৬ মে আদালতের আদেশে বেনজীর, তাঁর স্ত্রী ও দুই মেয়ের নামে থাকা বিপুল সম্পদ, ব্যাংক হিসাব, শেয়ারসহ অন্য সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়। তাদের নামে থাকা ৮৩টি দলিলে ৬২১ বিঘা জমি, গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ, ৩৮টি ব্যাংক হিসাব ও তাদের মালিকানার কোম্পানিও অবরুদ্ধ করা হয়েছে। ওই দুই দিনে বেনজীর ও তাঁর পরিবারের সদস্যের নামে থাকা ৩৩ কোটি টাকার বেশি সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে।
ঢাকা, সাভার, কক্সবাজার, রূপগঞ্জ, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের ওই সব সম্পত্তি বেনজীর, তাঁর স্ত্রী জীশান মীর্জা, দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাশিন রাইসা বিনতে বেনজীরের নামে রয়েছে।
বেনজীর ও তাঁর পরিবারের সদস্যের বিরুদ্ধে গত ২২ এপ্রিল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। গত ৩ মে পর্যন্ত তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দেশেই ছিলেন। সপরিবারে বেনজীর সিঙ্গাপুর চলে যান গত ৪ মে। এ সময়ের মধ্যে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হলে তারা বিদেশে পাড়ি জমাতে পারতেন না।
এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে পাওয়া অভিযোগে নামে-বেনামে বিপুল সম্পদের তথ্যপ্রমাণ পাওয়া গেছে। চাকরিকালীন ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, প্লট, জমি, ব্যবসা, শেয়ার, ব্যাংকে জমানো টাকা, ব্যাংকে মেয়াদি আমানতসহ অন্য স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। অপরাধলব্ধ অর্থ রেখেছেন দুই স্ত্রী ও ছেলেমেয়ের নামেও। ঢাকা, গাজীপুর, সাভার, নরসিংদী, বরিশালসহ বিভিন্ন জায়গায় বাড়ি, জমি, রিসোর্ট, ফ্ল্যাট, প্লটসহ নানা সম্পদ রয়েছে নামে-বেনামে। অন্য স্থাবর সম্পদও রয়েছে। তাঁর প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কনিজ, তাঁর মেয়ে ফারজানা রহমান ইস্পিতা ও ছেলে তৌফিকুর রহমান অর্ণব, দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলী ও তাঁর ছেলে মুশফিকুর রহমান সিফাতের নামে রাখা হয়েছে নানা সম্পদ।
এনামুল হকের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ
ট্রাইব্যুনালে ২৯ সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ
পিপি পদে যোগদানে এহসানুল হক সমাজীর অপারগতা
৬৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সাবেক প্রধান বিচারপতি খায়রুলের বিরুদ্ধে মামলা
৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে লুণ্ঠিত অস্ত্র
মেনন হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে
৪ হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা
মোবাইল ফোনের সফটওয়্যারে ঢুকে নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়: জিয়াউল আহসান
আ.লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ গ্রেপ্তার
রাষ্ট্রপতি কতজনের দণ্ড মাফ করেছেন, তালিকা প্রকাশে লিগ্যাল নোটিশ
ভারতে পালানোর সময় আটক সাবেক বিচারপতি মানিক
৫ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন
পলকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার আবেদন
বিমানবন্দরে সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আটক
সাবেক প্রতিমন্ত্রী তাজুল ও আ.লীগ নেতা আহমদ হোসেন গ্রেপ্তার
দীপু মনি ৪ ও জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
শেখ হাসিনা-ইনু-মেননসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের
আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট
পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
রাজশাহীর ডিআইজি আনিসসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
আবু সাঈদ হত্যা, শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের সাবেক এমপি এমএ লতিফ ৩ দিনের রিমান্ডে
সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র আটক
৮ দিনের রিমান্ডে বরখাস্ত মেজর জিয়াউল
১০ দিনের রিমান্ডে টুকু, পলক ও সৈকত
সব থানার কার্যক্রম শুরু
শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ইমন হত্যা মামলা
আসাদুজ্জামানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অনুসন্ধানে দুদক
এবার গ্রেফতার হলো পলক ও টুকু