মাত্র ৮০ বছর বয়সে ছোটপর্দা ও বড়পর্দার শক্তিমান অভিনেতা এ টি এম শামসুজ্জামান ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়গুণে একাধিক প্রজন্মের কাছে একজন আদর্শ ও অনুপ্রেরণা হিসেবে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। তাকে স্মরণ করে অনেক অভিনেতা-অভিনেত্রী স্মৃতি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার এই একই দিনে মারা গেছেন আরেক কিংবদন্তি অভিনেতা গোলাম মোস্তফা। তাদের দুজনকেই স্মরণ করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
সেই স্মৃতি স্মরণ করে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমাদের সবারই অসংখ্য ভালো লাগার এবং আনন্দের স্মৃতি রয়েছে এ টি এম ভাইয়ের সঙ্গে। “ভবের হাট” ধারাবাহিকের শুটিংয়ের তখন দৃশ্যধারণ চলছিল। দৃশ্যধারণের মধ্যে এ টি এম ভাই হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, “তোমার কপালে কী হয়েছে চঞ্চল?” বললাম, “কোনো একটা আঘাত পাওয়ার পর থেকে টিউমারের মতো শক্ত কী একটা যেন হয়েছে। অনেক দিন হয়ে গেল, কমছে না।” তাঁর অবস্থা দেখে সেই সময় শামসুজ্জামান তাঁর বন্ধুর ডা. সামন্ত লাল সেন কাছে চিঠি লিখে পাঠান। চঞ্চল চৌধুরী ডা. সেনের সাথে দেখা করেন। যিনি বর্তমানে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী। ডা.সেন তাকে দেখেই চিনে ফেললেন। তারপর এ টি এমের লেখা চিঠিটা পড়ে হাসতে লাগলেন। চিঠির লেখাগুলো ছিল, ‘সেন, প্রীতস্তি কুশল রইল। চঞ্চলকে পাঠালাম। ও ইদানীং ওর অভিনয়ে আমাদের সবাইকে চঞ্চল করে তুলেছে। কপাল জোড় কদমে দৌড়চ্ছে। সেই কপালে কি যেন হয়েছে। দেখে যদি মনে করেন ফাটিয়ে দেবেন। একবার ফাটলে আর ধরে কে ওকে। ভালো আছেন। ভালো থাকবেন। বৌদিকে নমস্কার। বাকি পরিবারের সবাইকে ভালোবাসা। এ টি এম শমসুজ্জামান, ২৯ শে শ্রাবণ, ১৪১৩ বাংলা।’ তারপর সত্যিই আমার কপালটা ফাটিয়ে দিলেন ডা. সামন্ত লাল সেন।
তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, আজ গুণী দুই অভিনয়শিল্পীদের প্রয়াণদিবস—গোলাম মুস্তাফা ও এ টি এম শামসুজ্জামান। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চঞ্চল ফেসবুক পোস্টে লিখেছেন, ‘গভীর শ্রদ্ধা জানাই তাঁদের বিদেহী আত্মার প্রতি। গোলাম মুস্তাফা সাহেবের সঙ্গ লাভ বা তাঁর সঙ্গে অভিনয় করবার সৌভাগ্য আমার কখনো হয়নি। তবে ছোটবেলা থেকে তাঁর অভিনয় ও আবৃত্তির একনিষ্ঠ ভক্ত আমি।’ চঞ্চল চৌধুরী লিখেছেন, অন্যদিকে এ টি এম শামসুজ্জামানের সঙ্গে আমার অসংখ্য কাজ করার সুযোগ হয়েছে। সালাউদ্দিন লাভলু, বৃন্দাবন দাস, মাসুম রেজা, মোশারফ করিম, শাহনাজ খুশী, আখম হাসান, শামীম জামান এবং আমিসহ অনেকে একসঙ্গে অনেক নাটকে কাজ করেছি। আমাদের সবারই অসংখ্য ভালো লাগার এবং আনন্দের স্মৃতি রয়েছে এ টি এম ভাইয়ের সঙ্গে।
তিনি আরও লিখেছেন, ‘ভবের হাট’ নাটকের শুটিংয়ের সেটে, শটের মাঝখানে এ টি এম ভাই হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, ‘তোমার কপালে কি হয়েছে চঞ্চল?’ আমি বললাম, ‘কোনো একটা কারণে আঘাত পাওয়ার পর থেকে টিউমারের মতো শক্ত কী একটা যেন হয়েছে। অনেকদিন হয়ে গেল কমছে না। উনি বললেন, ‘সে কি? তোমার তো এখন কপাল খোলার সময়, কপালের যত্ন নাও। আমার বন্ধু ডা. সেন (বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন), ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান। আমি একটা চিঠি লিখে দিচ্ছি সেন মহাশয়কে, তুমি তাড়াতাড়ি দেখা করো ওর সঙ্গে। তিন-চার দিনের মধ্যে কপালটা ফাটিয়ে, জোড়া লাগিয়ে আবার আগের মতো ফ্রেশ কপাল বানিয়ে দেবে।’
তারপর চঞ্চল লিখেছেন, ‘তারপর সত্যিই আমার কপালটা ফাটিয়ে দিলেন সামন্ত লাল সেন। এ টি এম ভাই যখন খুব অসুস্থ হয়ে পিজি হাসপাতালে ভর্তি ছিলেন, একদিন বৃন্দাবনদা, খুশি আর আমি তাঁকে দেখতে গেলাম। আমাদের দেখে তিনি আনন্দে কেঁদে ফেললেন। বললেন, ‘আল্লাহর রহমতে, সকলের দোয়ায় আমি সুস্থ হইয়া যামু। আবার অভিনয় করমু, তোমরা রেডি হও।’ আমরা সত্যিই রেডি ছিলাম তাঁর অভিনয়ে ফেরার আশায়। কিন্তু প্রস্তুত ছিলাম না তাঁর চিরবিদায় নেওয়ার সংবাদ শোনার জন্য। হাসপাতালে তাঁর সঙ্গে সেই শেষ দেখা।’
সর্বশেষে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘ডা. সেন স্যারকে লেখা তার হাতের লেখা চিঠিটা আগলে রেখেছি অনেক যত্নে। পরপারে শান্তিতে থাকুন হে কিংবদন্তি।’
কীভাবে বুঝবেন খাবার ভেজাল আছে নাকি!
ফ্রিজে মাংস সংরক্ষণ করার সঠিক পদ্ধতি
সহজে ডিপ ফ্রিজ পরিষ্কার করার উপায়
বিমানবন্দর সড়ক এলাকা বন্ধ আজ
ব্যর্থ মানুষ ৫টি কাজ দিয়ে দিন শুরু করেন
‘মুড সুইং’ কখন খারাপ?
প্রেমের সম্পর্ক ভেঙে গেলে যে কাজগুলো করবেন না
কাঁটাচামচে খাবার খাওয়ার নিয়ম মানেন?
কান্নায় রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা, জানেন কী?
নারীরা পুরুষের তুলনায় বেশি বাঁচলেও অসুস্থই থাকেন বেশি: গবেষণা
শাড়ি পরলেই হতে পারে ক্যানসার: চিকিৎসা বিজ্ঞান
কেমন হবে এই বৈশাখের সাজ?
এই গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে যা করবেন
২০ বছর আগেই শনাক্ত করা যাবে ক্যান্সারের লক্ষণ, দাবি গবেষণায়
আজ ইফতারে বানিয়ে নিন ম্যাগি মাঞ্চুরিয়ান, দেখুন রেসিপি
জাল নোট চেনার ৭ উপায়
গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা এড়াতে প্রয়োজন সচেতনতা
গরম খাবার বা চা খেতে গিয়ে জিভ পুড়ে গেলে করণীয়
রুট ক্যানেল না ফিলিং?
যে রোগে চুল পড়ে যায়
গর্ভাবস্থায় রোজা রাখতে হলে যা করণীয়
শরীরে আঁচিলের সংখ্যা বাড়াটা কতটা ঝুঁকিপূর্ণ
আজ ঘুমাতে হবে
ইফতারে মজাদার ও পুষ্টিকর ক্যাশুনাট সালাদ
সেহরিতে কী খাবেন, কী খাবেন না?
একটি টুথব্রাশ কত দিন ব্যবহার করবেন?
বিয়ে সম্পর্কে যে ধারণাগুলো করা উচিত নয়
সহজেই ঘুমিয়ে পড়া যায় সে বিষয়ে ১০টি উপায়ের কথা বলেছেন বিশেষজ্ঞরা।
মানুষের মতো হাতির মধ্যেও অনুভূতি বিরাজমান!
চুল ঝরে পড়ার যে ১০ কারণ অনেকেই জানেন না