সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ও শেষ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। শুক্রবার (২৯ মার্চ)সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলবে।
ঢাকা-চট্টগ্রাম বিভাগের ২৪ জেলার ৪১৪টি কেন্দ্রে শেষ ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিতে ৬ হাজার ২০২টি আসনের বিপরীতে তিন লাখ ৪৯ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। এর আগে, প্রথম দুই ধাপে ছয় বিভাগের ৪০ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষা অধিদফতর পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে নির্দেশ দিয়েছে। এ ছাড়া পরীক্ষা শুরুর কমপক্ষে আধা ঘণ্টা আগে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে বলেছে। এরপরই সতর্কীকরণ ঘণ্টা বাজিয়ে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে তালাবদ্ধ করা হবে। পরে কোনো প্রার্থীকে প্রবেশ বা বের হতে দেয়া হবে না।
এ ছাড়া পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস বা এজাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো পরীক্ষার্থী এসব দ্রব্য সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে তাৎক্ষণিক তাকে বহিষ্কারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পরীক্ষার কক্ষে প্রার্থীদের নিজ আসনে কান খোলা রেখে বসতে হবে। কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তা নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রের ফটকে প্রার্থীদের দেহ তল্লাশি করা হবে।
নারী প্রার্থীদের নারী পুলিশ ও পুরুষ প্রার্থীদের পুরুষ পুলিশ সদস্যরা তল্লাশি করবেন। প্রার্থীর কাছে কোনো ডিভাইস আছে কি না, তা মেটাল ডিটেক্টর দিয়ে শনাক্ত করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয়। প্রার্থীদের রোল নম্বর, আসনবিন্যাস, প্রশ্নপত্র পাঠানো ও মুদ্রণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুতসহ যাবতীয় কাজ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই। এ অবস্থায় দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে প্রলুব্ধ হয়ে কোনো প্রকার অর্থ লেনদেন না করা এবং ডিজিটাল পদ্ধতিতে কোনো প্রকার অসদুপায় অবলম্বনের জন্য কোনো দালালচক্রের সঙ্গে সম্পৃক্ত না হতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করাসহ অনুরোধ করা হলো।
কেউ অর্থের বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দেখালে তাকে নিকটবর্তী থানায় সোপর্দ করা অথবা থানা বা গোয়েন্দা সংস্থাকে অবহিত করার জন্য অনুরোধ করেছে অধিদফতর।
ডিপিই জানিয়েছে, এই দুই বিভাগের মৌখিক পরীক্ষার সম্ভাব্য তারিখ ৫ থেকে ২০ মে, চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১০ জুন।
নবীন নিউজ/জেড
টিএসসিতে ত্রাণ কার্যক্রমে ভিন্নতা
মাধ্যমিকে শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়ে রিট
কেমব্রিজ পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করল গ্লেনরিচ
শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না: শিক্ষা উপদেষ্টা
টিএসসি এখন ত্রাণের নগরী তৃতীয় দিনেও চলছে ত্রাণ সংগ্রহ
৪০ দিনের মধ্যেই এইচএসসির ফল প্রকাশিত হবে
পদত্যাগ করলেন মাউশির ডিজি নেহাল আহমেদ
এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক : সারজিস
স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা
এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে হাজারো শিক্ষার্থী
২ সপ্তাহ পেছাবে এইচএসসি পরীক্ষা
তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষকে অবাঞ্চিত করে নতুন অধ্যক্ষ নির্বাচন
৪০টি বিশ্ববিদ্যালয় উপাচার্যশূন্য
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার
ধানমন্ডি অভিমুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা
শুরু হলো প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস
বুধবার খুলছে সব প্রাথমিক বিদ্যালয়
প্রাইমারি স্কুল এখনই খুলছে না
চবি প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্টের পদত্যাগ
যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে
অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্ধ থাকছে প্রাথমিক বিদ্যালয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ‘হ্যাশট্যাগ’
আন্দোলনে ঢাবি হলের ৩০০ কক্ষ ভাঙচুর হয়েছে: ঢাবি উপাচার্য
ইমার্জেন্সি হেলথ ফোর্স' গঠনের উদ্যোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
এইচএসসির আরও ৪ পরীক্ষা স্থগিত
আজ দেশব্যাপী গণসংযোগ করবে : কোটাবিরোধীরা
আলোচনায় বসে শান্তিপূর্ণ সমাধানে এগোতে চায় সরকার : তথ্য প্রতিমন্ত্রী
সাভারে মিলিটারি ইনস্টিটিউটের শিক্ষার্থী নিহত
রাজধানীতে সংঘর্ষে ইমপেরিয়াল কলেজের শিক্ষার্থী নিহত