খালেদ আহমদ ও শরীফুল ইসলামের মারমুখী ব্যাটিংয়ের পর বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৮৮ রানে। তাতে শ্রীলঙ্কা লিড পেয়েছে ৯২ রানের।
বাংলাদেশের ইনিংসে তাইজুল সর্বোচ্চ ৪৭ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন লিটন। ২২টি রান আসে খালেদের ব্যাট থেকে। আর ১৫ রান করেন শরীফুল।
বল হাতে শ্রীলঙ্কার বিশ্ব ফার্নান্দো ৪টি উইকেট নেন। ৩টি করে উইকেট নেন রাজিথা ও লাহিরু কুমারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয়েছিল শ্রীলংকা। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হওয়ায় লংকানরা লিড পেল ৯২ রানের।
আগের দিন ৩ উইকেটে হারিয়ে কঠিন বিপদে পড়া বাংলাদেশের দ্বিতীয় দিনের শুরুটা একদম মন্দ ছিল না। প্রথম ৫ ওভারে আসে ২১ রান আসে মাহমুদুল হাসান জয় ও তাইজুল ইসলামের ব্যাটে। তবে লাহিরু কুমারার দাপটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি জয়। দলীয় ৫৩ রানের মাথায় ব্যক্তিগত ১২ রান করে বিদায় নেন এই ওপেনার। এরপর মাঠে নেমেই ইতিবাচক ব্যাটিং শুরু করেন শাহাদাৎ হোসাইন দীপু। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তিনিও। দলের সঙ্গে আর ২০ রান যোগ হতেই সেই কুমারার বলে ফেরেন এই তারকা। ২৬ বলে ১৮ রান আসে তার ব্যাটে।
আরেক পাশে একের পর এক উইকেট পতন দেখলেও অবিচল থাকেন মূলত বোলার তাইজুল। ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করে বাংলাদেশ। এবার তাইজুলকে সঙ্গ দেন লিটন দাস। দারুণ ব্যাটিং করছিলেন এই দুজন। তবে কুমারা আঘাত হানেন এবারও। ভাঙে তাদের ৪১ রানের জুটি। ১২৪ রানে ৬ উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়ে বাংলাদেশ। এরপর তাইজুলের সঙ্গ দিতে আসেন মিরাজ। ৬ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয় সেশনে ১৫.৩ ওভার ব্যাট করে বাংলাদেশ। এই সময়ে স্কোরবোর্ডে যুক্ত হয় ৫৬ রান। যেখানে মূল অবদান রাখে খালেদ আহমেদ ও শরিফুল ইসলামের নবম উইকেট জুটি। এই সেশনের শুরুতেই বিদায় নেন তাইজুল। দলীয় ১৪০ রানের মাথায় কাসুন রাজিথার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ৬ চারে ৪৭ রানের ইনিংস খেলেন তিনি। হাফ সেঞ্চুরি না পেলেও এটিই তাইজুলের ক্যারিয়ারসেরা ইনিংস। বাংলাদেশের বিপদ বাড়িয়ে ১৪৭ রানের মাথায় ফেরেন মিরাজও।
বাংলাদেশ দল যখন দেড়শর আশেপাশে অলআউট হওয়ার শঙ্কায় তখন পাল্টা আক্রমণ শুরু করেন খালেদ ও শরিফুল। নবম উইকেটে গড়েন ৪০ রানের মূল্যবান জুটি। এই সময়ে দুইজনই ২টি করে ছক্কা হাঁকান। ১৮৭ রানের মাথায় শরিফুল (১৫) আউট হওয়ার ১ রান পর ফেরেন খালেদও (২২)।
এর আগে, ২৪৮ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করা শ্রীলংকাকে শুরুতে চেপে ধরেছিল বাংলাদেশ। ৫৭ রানের মধ্যেই তুলে নিয়েছিল লংকানদের ৫ উইকেট। এরপর শক্ত প্রতিরোধ গড়েন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্ডু মেন্ডিস। ২০২ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান শক্ত অবস্থানে। তবে ২১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২৮০ রানেই অলআউট হয় শ্রীলংকা।
যার জবাব দিতে নেমে শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুই অঙ্কের রান ছোঁয়ার আগেই একে একে প্যাভিলিয়নের পথ ধরেন জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। নাইটওয়াচম্যান তাইজুল ইসলামকে নিয়ে মাঠ ছাড়েন ওপেনার মাহমুদুল হাসান জয়।
নবীন নিউজ/পি
সালাউদ্দিনকে পদত্যাগের আল্টিমেটাম
শিরোপা জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন
দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত খেলবেন সাকিব
ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো বাংলাদেশের ঐতিহাসিক জয়
বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ
এক যুগ পর সভাপতির পদ ছাড়লেন পাপন
বিসিবি থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস
অস্ট্রেলিয়ার ক্লাবকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
বিপিএল আসরের অনিশ্চয়তা
জয় দিয়ে টপ এন্ড সিরিজ শুরু বাংলাদেশের
বিশ্বকাপ আয়োজনে জাতিসংঘের কাছে যাবে বাংলাদেশ
লেস্টারের সাবেক কোচ হার মানলেন ক্যানসারের কাছে
রেকর্ড ভেঙে আবারও মুকুট পড়লেন ম্যাককিউন
বাংলাদেশে আইসিসির সভা অক্টোবরে
অলিম্পিকের ৩৩তম আসরের উদ্বোধনীতে বাংলাদেশ দল
বাংলাদেশের নারী দলকে হারিয়ে ফাইনালে ভারত
অলিম্পিক উদ্বোধনের আগে প্যারিসে রেল নেটওয়ার্কে হামলা
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা
ট্রফি জয়ে সবার শীর্ষে মেসি
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা
দশম ফাইনালের কিংবদন্তি মেসি
একাদশে শেষ ধাপেও কলেজ পায়নি ১২ হাজার শিক্ষার্থী
কোপার ফাইনালের দিন কলম্বিয়ায় ছুটি
ব্রাজিলের ক্লাউস পরিচালনা করবেন কোপার ফাইনাল
বাংলা ব্লকেড’ বৃহস্পতিবার বিকেলে
ডাচদের হারিয়ে ইউরোর দ্বিতীয় ফাইনালে ইংল্যান্ড
মেসি জাদুতে কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা
আরও খেলতে চান অস্ট্রেলিয়ার ওয়ার্নার
টাইব্রেকারে ব্রাজিল বিদায় সেমিফাইনালে উরুগুয়ে