জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দেওয়ায় হত্যাসহ বহিষ্কারের হুমকি পান বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও টেলিভিশন বিভাগের এক শিক্ষার্থী। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে দুই শিক্ষক আবু শাহেদ ইমন ও বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমেদ হালিমের বিরুদ্ধে অভিযোগ দেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (২০ মার্চ) দুই শিক্ষককে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ডাকা হয়। একই সঙ্গে ডাকা হয় ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের কার্যালয়ে অভিযোগের ব্যাপারে ওই ছাত্রী ও দুই শিক্ষককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়। ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ছাত্রীর অভিযোগ ও দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ সম্পর্কে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসার পর দুই শিক্ষককে ডাকা হয়। ভুক্তভোগী ছাত্রী আমাদের বলেছেন, তিনি যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন, কেউ যেন তাকে ডিস্টার্ব করতে না পারে। আমরা সে ব্যাপারে তাকে আশ্বস্ত করেছি। জিজ্ঞাসাবাদ করতে ডাকা দুই শিক্ষক বলেছেন, তারা এ ধরনের কোনো হুমকি-ধমকি, চলাফেরায় বাধা দেবেন না।
ডিবি প্রধান বলেন, ‘এরপরও যদি ওই ছাত্রী স্বাধীনভাবে চলাফেরায় বাধার সম্মুখীন হন, যদি কেউ তাকে কোনো ধরনের ডিস্টার্ব করে, তাহলে সে যেন আমাদের জানায়। আমরা একজন ডিসিকে জানিয়েছি। জানালেই ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে সোমবার (১৮ মার্চ) দুপুরে ডিবি কার্যালয়ে গিয়ে শিক্ষার্থী অভিযোগ করেন। অভিযোগ শেষে বিকালে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার বিভাগের শিক্ষক আবু শাহেদ ইমন আমাকে যৌন হেনস্তা করেছেন। এ অভিযোগ দেওয়ার পর থেকে বিভাগের চেয়ারম্যান ও অভিযুক্ত শিক্ষক আমাকে সেটি তুলে নিতে নানাভাবে চাপ দিতে থাকেন। রাজি না হওয়ায় তারা আমাকে হাত-পা কেটে হত্যা করাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দেন। আমাকে একঘরে করার কথা বলেন। আমাকে বিভিন্ন পরীক্ষায় শূন্য নম্বর দিয়ে ফেল করানো হয়। অনার্সের ফাইনালের ভাইভায় আমাকে ফেল করানো হয়।’
অভিযোগ তুলে নেওয়ার ব্যাপারে এবং শূন্য নম্বরসহ ভাইভায় ফেল করিয়ে দেওয়ার বিষয়ে বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমেদ হালিম সাংবাদিকদের বলেন, ‘এটা বায়বীয় অভিযোগ। সে পরীক্ষায় অংশই নেয়নি এবং ভাইভায় একটি প্রশ্নেরও উত্তর দিতে পারেনি। তাই সে ফেল করেছে। এর আগেও বিভিন্ন টিচারের কোর্সে সে ফেল করেছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন । তাকে যে বিষয়গুলোতে ফেল করানো হয়েছে, তার যৌক্তিকতা কতটুকু তাও খতিয়ে দেখা হচ্ছে। ছাত্রী যাতে পরীক্ষা দিতে পারে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নবীন নিউজ/এফ
টিএসসিতে ত্রাণ কার্যক্রমে ভিন্নতা
মাধ্যমিকে শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়ে রিট
কেমব্রিজ পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করল গ্লেনরিচ
শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না: শিক্ষা উপদেষ্টা
টিএসসি এখন ত্রাণের নগরী তৃতীয় দিনেও চলছে ত্রাণ সংগ্রহ
৪০ দিনের মধ্যেই এইচএসসির ফল প্রকাশিত হবে
পদত্যাগ করলেন মাউশির ডিজি নেহাল আহমেদ
এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক : সারজিস
স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা
এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে হাজারো শিক্ষার্থী
২ সপ্তাহ পেছাবে এইচএসসি পরীক্ষা
তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষকে অবাঞ্চিত করে নতুন অধ্যক্ষ নির্বাচন
৪০টি বিশ্ববিদ্যালয় উপাচার্যশূন্য
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার
ধানমন্ডি অভিমুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা
শুরু হলো প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস
বুধবার খুলছে সব প্রাথমিক বিদ্যালয়
প্রাইমারি স্কুল এখনই খুলছে না
চবি প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্টের পদত্যাগ
যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে
অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্ধ থাকছে প্রাথমিক বিদ্যালয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ‘হ্যাশট্যাগ’
আন্দোলনে ঢাবি হলের ৩০০ কক্ষ ভাঙচুর হয়েছে: ঢাবি উপাচার্য
ইমার্জেন্সি হেলথ ফোর্স' গঠনের উদ্যোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
এইচএসসির আরও ৪ পরীক্ষা স্থগিত
আজ দেশব্যাপী গণসংযোগ করবে : কোটাবিরোধীরা
আলোচনায় বসে শান্তিপূর্ণ সমাধানে এগোতে চায় সরকার : তথ্য প্রতিমন্ত্রী
সাভারে মিলিটারি ইনস্টিটিউটের শিক্ষার্থী নিহত
রাজধানীতে সংঘর্ষে ইমপেরিয়াল কলেজের শিক্ষার্থী নিহত